Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dadagiri: পর্দার সর্বজয়ার সাথেই দাদাগিরির মঞ্চ মাতালেন স্বয়ং দাদা, রইল ভিডিও

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। দীর্ঘদিন ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই রিয়্যালিটি শো। মানুষের মধ্যে এই শোয়ের জনপ্রিয়তা আলাদাই। শনি ও রবিবার জি বাংলার পর্দায়…

Avatar

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। দীর্ঘদিন ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই রিয়্যালিটি শো। মানুষের মধ্যে এই শোয়ের জনপ্রিয়তা আলাদাই। শনি ও রবিবার জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় দাদাগিরি। এবছর দাদাগিরির ট্যাগলাইন ‘দাদাগিরি সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়’। উল্লেখ্য, দাদাগিরির প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক, উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি। তার জায়গায় শুরু হবে সারেগামাপা। ইতিমধ্যেই অডিশন শুরু হয়ে গিয়েছে, তার ঝলকও মিলেছে টেলিভিশনের পর্দাতে।

আসন্ন এপিসোডে উপস্থিত থাকছে জি বাংলার ‘সর্বজয়া’র টিম। পর্দার সর্বজয়া অর্থাৎ দেবশ্রী রায় খুব স্বাভাবিকভাবেই থাকছেন এই এপিসোডে। একসময়ের টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। পরবর্তীকালে রাজনীতির ময়দানে পদার্পণ করেন অভিনেত্রী। তবে বর্তমানে আবারও ছোটপর্দার হাত ধরেই অভিনয় দুনিয়াতে ফিরে এসেছেন তিনি। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সেইসমস্ত বিষয়ে বিশেষ পাত্তা দেননি অভিনেত্রী। তবে সম্প্রতি দাদার সাথে দাদাগিরির মঞ্চেই জমিয়ে নাচলেন পর্দার সর্বজয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি দাদাগিরির আসন্ন একটি এপিসোডের প্রোমো ভাইরাল হয়েছে যেখানে দাদাগিরির মঞ্চ মাতাতে দেখা গিয়েছে দেবশ্রী রায়কে। ‘ভালো কইরা বাজান গো দোতারা’ গানের সাথেই এই মঞ্চে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আর এই এপিসোডেই অভিনেত্রীর সাথে গানের তালে তাল মেলাতে দেখা যাবে স্বয়ং দাদাকেও। সম্প্রতি সেই প্রোমোই রীতিমত ভাইরাল নেটমাধ্যমের পাতায়।

এই প্রোমোতে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, দাদাগিরিতে আসার অন্যতম কারণ দাদার অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর হাসি। অভিনেত্রীর এই কথা শুনে রীতিমতো লজ্জায় হেসে ফেলেন দাদা নিজেই। আপাতত দাদাগিরি ভক্তরা টেলিভিশনের পর্দায় এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন। জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই এই ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই লাখো মানুষ দেখে ফেলেছেন এই প্রোমো। গোটা এপিসোডটা দেখার অপেক্ষায় সকলেই। সম্ভবত শনিবারই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই এপিসোড।

About Author