Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA Hike Update: কর্মীদের জন্য খুশির বাক্স খুলে দিল সরকার, এত শতাংশ বেড়েছে DA

বর্তমানে খবরের শিরোনামে রয়েছে DA বৃদ্ধি। প্রচুর কর্মচারী অপেক্ষা করে আছে যাতে সরকার তাদের DA বৃদ্ধি করে দেয়। এবার তাদের জন্য রয়েছে সুখবর। এতদিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনেক দ্বন্দ্ব চলছিল…

Avatar

বর্তমানে খবরের শিরোনামে রয়েছে DA বৃদ্ধি। প্রচুর কর্মচারী অপেক্ষা করে আছে যাতে সরকার তাদের DA বৃদ্ধি করে দেয়। এবার তাদের জন্য রয়েছে সুখবর। এতদিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনেক দ্বন্দ্ব চলছিল DA বাড়বে কি বাড়বে না, বা বাড়লেও কত শতাংশ বাড়বে? সরকার আনুষ্ঠানিকভাবে এবার DA বৃদ্ধির ঘোষণা করেছে। ৩% DA বৃদ্ধি পাবে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

আসলে কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩% বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই বৃদ্ধি ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তে কর্মীদের মুখে হাসি ফুটে উঠেছে। বর্তমানে মূল্যস্ফীতির উচ্চ হারের কারণে কর্মীরা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন।DA বৃদ্ধি তাদের কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। নতুন DA হার ১৮% হবে, যা আগের ১৫% ছিল। এই বৃদ্ধির ফলে কর্মীরা তাদের বেতনে ৭,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কর্মী সংগঠনগুলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত কর্মীদের ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ হয়েছে মহার্ঘ ভাতা। ১ জানুয়ারি থেকে সরকার এই বৃদ্ধি কার্যকর করেছে।এখন পরবর্তী ডিএ ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ্যতা ত্রাণ (ডিআর) ৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে।

About Author