Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA DR hike : বেতন বৃদ্ধি ৪৮ হাজার টাকা, ৩.৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় ঘোষণা এই সরকারের

কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুখবর। তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে এই মাসের জন্য এবং ইতিমধ্যেই এই আদেশ জারি করেছে সরকার। জারি করা আদেশে সরকার…

Avatar

কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুখবর। তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে এই মাসের জন্য এবং ইতিমধ্যেই এই আদেশ জারি করেছে সরকার। জারি করা আদেশে সরকার তাদের বর্ধিত মহার্ঘ ভাতা সুবিধার কথা ইতিমধ্যেই জানিয়েছে। এর আগে অনেক কর্মচারীর জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবারে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যেও এই সুবিধা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার।

মধ্যপ্রদেশ সরকার তার পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে। তবে তার আগে ছত্রিশগড় সরকার অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর আদেশ জারি করেছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার বৃহস্পতিবার এই সম্পর্কে একটি বড় আদেশ জারি করেছে মধ্য প্রদেশ সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ছত্রিশগড়ে সপ্তম বেতন স্কেলে মৌলিক পেনশন এবং পারিবারিক পেনশনের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পেনশনভোগীরা চলতি বছরের ১ জুলাই থেকে এই সুবিধা পাবেন। সেপ্টেম্বর এবং আগস্ট বেতন এবং পেনশনের সাথে এই বকেয়া পাওয়া যাবে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার ফলে পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ হয়ে দাঁড়িয়েছে। এর আগে তারা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। ষষ্ঠ বেতন স্কেল প্রাপ্ত পেনশনভোগী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে একইভাবে। তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে ৯ শতাংশ। সেই নিরিখে দেখতে গেলে মহার্ঘ্য ত্রাণের পরিমাণ ২১২ থেকে ২২১ শতাংশ হয়েছে।

ছত্রিশগড়ের কর্মচারীদের জন্য এর আগেও মহার্ঘ ভাতা ৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ফলে মহার্ঘ ভাতার ক্ষেত্রে ছত্রিশগড়ের কর্মচারীরা বেশ ভালো লাভ পেয়েছেন গত বছর থেকে। এর আগে জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা ৫ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছিল। জুলাই মাস থেকে অতিরিক্ত ৪ শতাংশ বর্ধিত হয়েছে মহার্ঘ ভাতা। সবমিলিয়ে ৯ শতাংশ বেড়েছে মহার্ঘ ভাতা। এছাড়াও তাদের বেতনে একটি বিশাল বড় বৃদ্ধি রেকর্ড করা হবে। পেনশনভোগীরা তাদের পেনশনে ৫০০ থেকে ৬০০০ টাকা বৃদ্ধি একসাথে দেখতে পাবেন। একই সাথে কর্মচারীরাও ৪৮ হাজার টাকা পর্যন্ত বেশি বেতন পেতে পারেন।

About Author