Today Trending Newsদেশনিউজরাজ্য

Cyclone Update: দুই সাগরেই চরম তোলপাড়, কোথায় তৈরি হবে সাইক্লোন? জেনে নিন লেটেস্ট আপডেট

দুই সাগরেই তোলপাড় করবে দুই সাইক্লোন, মেগা আপডেট দিয়ে দিল আইএমডি

×
Advertisement

ইউরোপীয় ওয়েদার সংস্থা আগেই জানিয়েছিল পরপর তিনটি সাইক্লোন একে একে ঝাঁপিয়ে পড়বে ভূ ভাগের উপর। আর এবারে বঙ্গোপসাগর এবং আরব সাগরে সাইক্লোন তৈরির প্রক্রিয়া নিয়ে মুখ খুলল ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডি পূর্বাভাস অনুযায়ী ৫ জুন দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হতে চলেছে একটি সাইক্লোনিক সার্কুলেশন যা আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপরেই সমুদ্রের উপর শক্তি বৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হতে পারে সেই নিম্নচাপ। অন্যদিকে শুধু আরব সাগর নয়, বঙ্গোপসাগরেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে। এই মুহূর্তে এটি মায়ানমার উপকূল ভূমির কাছে তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisements
Advertisement

এই সাইক্লোন তৈরি হতে পারে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বিদেশী আবহাওয়া সংস্থার তরফ থেকে। তবে কোন সাগরে তৈরি হবে বিপর্যয় আর কোন সাগরে তৈরি হবে সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আসলে বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হবার ভিত্তিতে সাইক্লোনের নাম নির্ভর করছে না। সাইক্লোনের নাম কিন্তু আগেই ঠিক হয়ে থাকে। তাই আরব সাগর বা বঙ্গোপসাগর যেখানেই সাইক্লোন আগে তৈরি হবে সেখানের সাইক্লোন এর নাম হবে বিপর্যয়।

Advertisements

প্রাথমিকভাবে ধারণা ছিল বাংলাদেশের দেওয়া নামের এই সাইক্লোন বঙ্গোপসাগরে তৈরি হবে, এবং তার নিশানায় থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরব সাগরের উপরে তৈরি হওয়া সাইক্লোন আগে তৈরি হতে পারে। সে ক্ষেত্রে আরব সাগরের উপর তৈরি হওয়া এই সাইক্লোনের নাম হতে পারে বিপর্যয়। অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন এর নাম হতে চলেছে তেজ। আরব সাগরে তৈরি হওয়া এই সাইক্লোনটি মূলত মহারাষ্ট্র এবং গুজরাটের উপরে আছড়ে পড়বে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button