Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার মাঝেই আশঙ্কা ঘূর্ণিঝড়ের, আগামী সপ্তাহেই আছড়ে পড়তে পারে ‘আম্পুন’

একদিকে করোনা ভাইরাস নিয়ে নাজেহাল অবস্থা দেশের তারই মাঝে আরেক আতঙ্কে কথা জানাল মৌসুম ভবন। মৌসম ভবন জানিয়েছে, আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যার নাম 'আম্পুন'। অর্থাৎ এপ্রিলের শেষে…

Avatar

একদিকে করোনা ভাইরাস নিয়ে নাজেহাল অবস্থা দেশের তারই মাঝে আরেক আতঙ্কে কথা জানাল মৌসুম ভবন। মৌসম ভবন জানিয়েছে, আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যার নাম ‘আম্পুন’। অর্থাৎ এপ্রিলের শেষে বা মে-এর শুরুতে দেশে আসতে পারে বড় বিপদ। মৌসম ভবন জানিয়েছে, ভারত মহাসাগরের উত্তরে নতুন দুটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে ওই নিম্নচাপ খুব তাড়াতাড়ি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।

ঘূর্ণিঝড় ‘আম্পুন’ নাম দিয়েছে থাইল্যান্ড। এর আগে ৩রা মে পুরীতে আছড়ে পড়ে ফনী। এরফলে ক্ষতির মুখে পড়েছিল পশ্চিমবঙ্গও। মৌসম ভবন আরও জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এই ঝড়ের গতিবেগ বোঝা স্পষ্ট নয়। সেটি এখন গোয়ার রাজধানী পানাজি থেকে আরও ৪০০ কিমি দুরে রয়েছে। এছাড়া আবহাওয়াবিদরা স্পষ্ট করে বলতে পারেননি কোন কোন এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Joint Typhoon Warning Centre জানিয়েছে, দ্বিতীয় এই ঝড়টি ঘণ্টায় ৮০ কিমি গতিবেগে বইতে পারে। তবে ঝড়টির শক্তি বজায় থাকবে বুধবার সন্ধে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। এরপর বৃহস্পতিবার বিকেলের থেকেই ঝড়টি তার গতিশক্তি হারাতে পারে বলে জানা গিয়েছে। এবার আরও একটি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোয়া এবং কঙ্কণ উপকূলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

About Author