Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রবল শক্তিতে আছড়ে পড়বে ‘নিভার’, বইবে ১৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া

নয়াদিল্লি: আমফান, নিসর্গের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সাইক্লোন 'নিভার' আছড়ে পড়তে চলেছে। যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, আজ, বুধবার সন্ধ্যার মধ্যে…

Avatar

নয়াদিল্লি: আমফান, নিসর্গের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সাইক্লোন ‘নিভার’ আছড়ে পড়তে চলেছে। যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, আজ, বুধবার সন্ধ্যার মধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে নিভার। যার জন্য কার্যত তটস্থ হয়ে রয়েছে পুদুচেরি ও তামিলনাড়ু। কারণ, সেখানেই বেশি প্রভাব পড়ার আগাম পূর্বাভাস দিয়ে রেখেছে মৌসম ভবন।

ঝড়ের শক্তি প্রবল হতে পারে এবং যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে বলেই আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। জানা গিয়েছে, আজ সন্ধ্যায় যখন এই ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করে পুদুচেরি ও তামিলনাড়ু উপকূল পার করবে, তখন ঘণ্টায় ১০০ থেকে ১৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা আজ রাত ন’টা থেকে আগামিকাল, বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত কার্যকর করা হবে। যদিও সমস্ত দোকান বন্ধ থাকবে। কিন্তু দুধের দোকান এবং পেট্রোল পাম্প খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

জানা গিয়েছে, ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি কেন্দ্র সবরকমভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি বার্তা দিয়েছেন। প্রসঙ্গত, নিভার আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই দেশ জুড়ে ৪৯টি বিমান বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল করেছে দক্ষিণ রেল। ট্রেন ও বিমান উভয় ক্ষেত্রেই বাতিল করা টিকিটের মূল্য যাত্রীদের ফেরত দেওয়া হবে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় নিভার আসার আগেই আতঙ্কে দিন কাটাচ্ছে পুদুচেরি ও তামিলনাড়ুর বাসিন্দারা, এমনটা বলাই যায়। যদিও প্রশাসন আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে।

About Author