Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘন্টায় গতিবেগ ১০০ কিমির বেশি, প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’

নয়াদিল্লি: প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। যা আছড়ে পড়লে অনেক কিছুই ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করে আরও শক্তি বৃদ্ধি করছে…

Avatar

নয়াদিল্লি: প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। যা আছড়ে পড়লে অনেক কিছুই ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করে আরও শক্তি বৃদ্ধি করছে সাইক্লোন নিভার৷ যদিও এই মুহূর্তে তার অবস্থান অন্ধ্রপ্রদেশের দক্ষিণে৷ এর শক্তিশালী সাইক্লোনের জেরে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে চেন্নাই, ভাল্লিপুরম, কুদ্দালোর ও পুদুচেরি৷ এই নিয়ে ইতিমধ্যেই সমস্ত সংবাদমাধ্যম সূত্রে সতর্কতা জারি করা হয়েছে৷

মঙ্গলবারের মধ্যে আরও ঘণীভূত হচ্ছে সাইক্লোন নিভার৷ আর এই প্রবল শক্তিবৃদ্ধির পর বুধবার বিকেলের মধ্যে হবে এর ল্যান্ডফল৷ তামিলনাড়ুর কারাইকাল ও মহাবলীপুরমের মাঝামাঝি জায়গায় হবে ল্যান্ডফল৷ তাই মৎস্যজীবীদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মৌসম ভবন থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে৷ ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ সমস্ত আপতকালীন বিভাগকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

About Author