Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রবল গতি নিয়ে আছড়ে পড়ল ‘নিসর্গ’, আগামী কয়েক ঘন্টা তান্ডব চালাবে এই ঘূর্ণিঝড়

'আমফান' এর পর এবার ভূমিভাগে আছড়ে পড়লো প্রবল ঘূর্ণিঝড় 'নিসর্গ'। ইতিমধ্যেই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে তান্ডব। জানা গিয়েছে বর্তমানে ঝড়ের মুখটি প্রবেশ করেছে মহারাষ্ট্রের রায়গঞ্জ জেলায়। যদিও…

Avatar

‘আমফান’ এর পর এবার ভূমিভাগে আছড়ে পড়লো প্রবল ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। ইতিমধ্যেই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে তান্ডব। জানা গিয়েছে বর্তমানে ঝড়ের মুখটি প্রবেশ করেছে মহারাষ্ট্রের রায়গঞ্জ জেলায়। যদিও মুম্বাইতে তেমন ক্ষতিকারক প্রভাব পড়েনি, শুধুমাত্র প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে বলেই জানা যাচ্ছে। দিল্লীর মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ ঘন্টা ধরে চলবে এই প্রক্রিয়া।

এই বিষয়ে IMD এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছিলেন, দুপুর ১টা নাগাদ ল্যান্ডফল শুরু হবে। সেই মতোই শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল। আরও বিস্তারিত জানা গিয়েছে যে, আগামী ৩ ঘণ্টা ধরে সেটি এগিয়ে যাবে মহারাষ্ট্রের হরিহরেশ্বর থেকে দমনের উপকূল ধরে আলিবাগের দিকে। বাতাসের গতিবেগ হতে পারে ১০০-১২০ কিলোমিটার প্রতি ঘন্টা।

ইতিমধ্যেই র‍্যাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট ধরা পড়েছে বলে জানা গিয়েছে। আইএমডি এর মতে, ‘নিসর্গ’ এর চোখের ব্যাস ৬৫ কিলোমিটার। এই প্রবল ঘূর্ণিঝড়ের বিষয়ে আগেই জারি করা হয়েছিল সতর্কতা। মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূল অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author