নিউজদেশ

Cyclone Mocha: সপ্তাহান্তে মোকার গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটার, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হয়েছে যা পরবর্তী সময়ে আরো ঘনীভূত হয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে

×
Advertisement

চলতি সপ্তাহে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মোকা। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে এবারে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর পর এই ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এই নিম্নচাপ। মোকা যদি সত্যিকারে তৈরি হয় তাহলে সেটা হতে পারে সেই নিয়ে আলোচনা চলছে ইতিমধ্যেই। এর মধ্যে এই মৌসম ভবন জানিয়ে দিয়েছে, মোকার জন্ম হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Advertisements
Advertisement

গত শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী সময়ে আরো ঘনীভূত হয়ে মঙ্গলবার এর মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটি। এরপরই তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়ে দিয়েছে শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা ধারন করতে পারে এই বিশাল নিম্নচাপ। অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই মোকা। ওই সময় মোকার বেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

Advertisements

মৌসম ভবন আরো জানিয়েছে, বৃহস্পতিবার ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১০০ কিলোমিটার। শুক্রবার এবং শনিবার ঝড়ের বেগ হবে ঘন্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড় ঠিক কবে এবং কোথায় আঘাত করবে, সেই নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী জানা গিয়েছে সপ্তাহান্তে এই ঝড় আসতে পারে। মৌসম ভবন আরো জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণিঝড় হতে পারে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button