Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আয়লা কেও হার মানাবে সাইক্লোন ‘বুলবুল’, ১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে রাজ্যে

আয়লাকে পেছনে ফেলে তার থেকে অনেক বেশি মারাত্বক আকার ধারণ করছে ‘বুলবুল’। রাজ্যজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতর সূত্র মারফত জানা গিয়েছে, বুলবুল গড়ে ১৩৫ কিমি আসতে চলেছে।…

Avatar

আয়লাকে পেছনে ফেলে তার থেকে অনেক বেশি মারাত্বক আকার ধারণ করছে ‘বুলবুল’। রাজ্যজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতর সূত্র মারফত জানা গিয়েছে, বুলবুল গড়ে ১৩৫ কিমি আসতে চলেছে।

আর এই ঘূর্ণিঝড় এর জেরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি হয়েই চলেছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি বিভিন্ন জেলায়। দীঘার মত সমুদ্র উপকূলে পরিস্থিতি আরও ভয়ানক। দিঘাতে সমুদ্রের ঢেউ বিরাট উচ্চতা নিয়ে আছড়ে পড়ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খুলে চলছে নজরদারি। জেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির উপর নজর রাখছে।

এছাড়া কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরবাসীকে সতর্ক করার জন্য মাইকিং করা হবে বলে জানান ফিরহাদ হাকিম।

ওদিকে সমুদ্র সৈকতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

About Author