Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওয়াটসন-ডুপ্লেসি দাপটে ১০ উইকেটে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস

দুবাই: অবশেষে জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। ওয়াটসন এবং ডুপ্লেসির ব্যাটিং দ্বৈরথে কার্যত ১৩ উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারাতে সক্ষম হয়েছে সিএসকে। একে তো বয়সজনিত কারণে অধিনায়ক মহেন্দ্র সিং…

Avatar

দুবাই: অবশেষে জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। ওয়াটসন এবং ডুপ্লেসির ব্যাটিং দ্বৈরথে কার্যত ১৩ উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারাতে সক্ষম হয়েছে সিএসকে। একে তো বয়সজনিত কারণে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট হাতে ব্যর্থ হওয়া এবং একের পর এক ম্যাচ হারার ফলে চেন্নাই সুপার কিংস ভক্তদের মনে বিষাদের সুর বাজছিল। কিন্তু রবিবাসরীয় ম্যাচে দলের জয়ে ফেরা খুশি সিএসকে অনুরাগীরা।

প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের সামনে ১৭৯ রানের টার্গেট রেখেছিল কিংগস ইলেভেন পঞ্জাব৷ কিন্তু দুই ওপেনার শেন ওয়াটসন এবং ফাফ ডুপ্লেসির দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে জয় পাওয়াটা খুব একটা কঠিন হয়নি চেন্নাই সুপার কিংসের কাছে। এই ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে উঠে এল চেন্নাই৷ ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে তারা৷ অন্যদিকে পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে গেল পঞ্জাব৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শেষ পর্যন্ত শেন ওয়াটসন ৫৩ বলে  ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ অন্যদিকে ডুপ্লেসি ৫৩  বলে ৮৭ রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন৷ ১৪  বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই৷ম্যাচের সেরাও হন শেন ওয়াটসন৷

About Author