করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য ভারতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। যার ফলে দেশের সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার দেশের গরিব মানুষদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদী দেশের এই দরিদ্র মানুষদের কথা ভেবে তহবিল খুলেছেন।
প্রধানমন্ত্রীর এই তহবিলে অর্থ সাহায্য করেছেন অনেকেই। এবার অর্থ সাহায্য করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। বৃহস্পতিবার তারা বলেছেন যে চলতি লকডাউনের মাঝে যে কোনো একদিনের বেতনের টাকা তারা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেবেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর এক আধিকারিক বলেছেন যে দেশের জন্যই কাজ করার তাদের ধর্ম। তাদের এই টাকা দেবার ফলে প্রধানমন্ত্রীর তহবিলে সকলের ভালো হবে বলে তিনি উল্লেখ করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসূত্রের খবর অনুযায়ী, প্রায় ৩ লক্ষ আধা সামরিক বাহিনীর জওয়ান এই টাকা দিতে সম্মতি দিয়েছেন। এরফলে প্রায় ৩৩ কোটি টাকা দেবেন তারা। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী একটি চেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে খুব শীঘ্রই তুলে দেবেন বলে জানা গেছে।