Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যস্ত ছেলের খোঁজ নেওয়ার সময় নেই মায়ের, তাই সোফায় বসেই মৃত বৃদ্ধা রুপান্তরিত হল কঙ্কালে

মুম্বাই : মুম্বাইয়ের এক কোটিপতির মা ১০ মাস আগেই মারা গিয়েছিলেন, কিন্তু সেটা কেউ জানতে পারেননি প্রায় ১৭ কোটি টাকার ফ্ল্যাট থেকে বেরলো মহিলার কঙ্কাল। ছেলে ঋতুরাজ সাহানি অফিসে চাকরি…

Avatar

মুম্বাই : মুম্বাইয়ের এক কোটিপতির মা ১০ মাস আগেই মারা গিয়েছিলেন, কিন্তু সেটা কেউ জানতে পারেননি প্রায় ১৭ কোটি টাকার ফ্ল্যাট থেকে বেরলো মহিলার কঙ্কাল। ছেলে ঋতুরাজ সাহানি অফিসে চাকরি করেন। মায়ের সাথে শেষবারের জন্য কথা হয় এক বছর তিন মাস আগে।

তবে ব্যস্ত ইঞ্জিনিয়ার ছেলে মাকে সময় পাননি বৃদ্ধাশ্রমে রাখার, বা সঙ্গে করে আমেরিকা নিয়ে যাওয়ার। দীর্ঘদিন পরে ফিরে এসে ছেলের ডাকাডাকিতে মা যখন দরজা খুলছে না, তখন সবাই বুঝতে পারেন যে ভিতরে ওই বৃদ্ধা টি আর বেঁচে নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, পাশ্চাত্য সভ্যতা কিভাবে আমাদের একটু একটু করে গ্রাস করে নিচ্ছে। এর জন্য অনেক ক্ষেত্রে মা-বাবারাও দায়ী। তারা ও সব সময় তাদেরকে বোঝাচ্ছে তাকে সেরা হতে হবে। তাকে ভালো মানুষ নয়, তাকে প্রথম হতে হবে।

অতিরিক্ত উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা জন্য বোধহয় আজকের এই ঘটনা গুলি ঘটছে। মানুষের মানবিকতা ক্রমশ হ্রাস পেতে চলেছে।

About Author