আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে জোট গড়ে ভোট যুদ্ধ করবে বাম ও কংগ্রেস। এতদিন ধরে তাদের আসন সংখ্যা সমাধান প্রক্রিয়া চলছিল। দীর্ঘ দিন বাদে আজ বাম-কংগ্রেস জোটের দুই শিবিরের নেতারা মিলে আসন বণ্টনের সুরাহা করল। বেশ কিছুদিন ধরেই তাদের আসনবন্টন নিয়ে জটিলতা বৃদ্ধি পাচ্ছিল। তবে আজ জটিলতা কমাতে দুই শিবিরের নেতারা আলিমুদ্দিন স্ট্রিটে সামনাসামনি আলোচনার মাধ্যমে ২৩০ আসনের সমাধানে পৌঁছেছেন।
এতদিনে মোট ২ বার বাম কংগ্রেস আসনবন্টন নিয়ে বৈঠকে বসেছিল। শেষবারের বৈঠকে জোটের নেতারা ১৯৩ আসনের রফা করেছিল। তবে তাতে পাল্লা ভারী ছিল সিপিএমের। সেই নিয়ে বারংবার জটিলতা সৃষ্টি হয়েছিল। কিছু আসন নিয়ে সিপিএমের সাথে কংগ্রেসের দ্বন্দ্ব প্রকট হয়েছিল। তবে ভোট পূর্ববর্তী সময়ে জোটের মধ্যে এমন সমস্যা কখনোই কাম্য নয়। তাই দুই শিবিরের নেতারা ঠিক করেছিল যে শুধুমাত্র সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। আলোচনায় বসে কোন আসনে কোন দল প্রার্থী দেবে তা বৈঠকের মাধ্যমে করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজকে অর্থাৎ রবিবার কংগ্রেসের সাথে বৈঠক করেছিল সিপিএম। তাদের দীর্ঘ আলোচনার পর আজ তৃতীয়দিনে ২৩০ আসনের রফা সম্পন্ন হয়েছে। তবে বাকি ৬৪ আসনের আলোচনা করতে ফের দুপক্ষের মধ্যে বৈঠক হবে বলে জানা গিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজকের এটাও ঠিক হয় যে জোট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর জেলায় জেলায় সম্মেলন করবে কংগ্রেস। সেখানে প্রদেশ নেতৃত্ব ছাড়াও দিল্লি থেকে নেতারা এসে প্রচার করবেন বাংলাতে।