Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অবশেষে ১৯৩ টি আসনে সমঝোতা চূড়ান্ত বাম-কংগ্রেসের, আসন ভাগাভাগিতে বামেদের পাল্লা ভারী

বাম-কংগ্রেস জোটের আসন ভাগাভাগি আরও এক ধাপ এগিয়ে গেল বৃহস্পতিবার তথা আজ। বাংলার বিধানসভার মোট ২৯৮ টি আসনের মধ্যে ১৯৩ টি আসনে বাম-কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হল এই দিনের বৈঠকে। বৈঠক…

Avatar

বাম-কংগ্রেস জোটের আসন ভাগাভাগি আরও এক ধাপ এগিয়ে গেল বৃহস্পতিবার তথা আজ। বাংলার বিধানসভার মোট ২৯৮ টি আসনের মধ্যে ১৯৩ টি আসনে বাম-কংগ্রেস বোঝাপড়া চূড়ান্ত হল এই দিনের বৈঠকে। বৈঠক শেষে এই কথাই জানালেন এই রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আসন ভাগাভাগিতে আপাতত এগিয়ে রয়েছে বামেরা। ১৯৩ টি আসনের মধ্যে বামেরা ১০১ এবং কংগ্রেস পেল ৯২ টি আসন।

এর আগে সোমবারের বৈঠকে ২০১৬ এর নির্বাচনে জোটের ঝুলিতে আসা ৭৭ টি আসনের ভাগ করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাম-কংগ্রেস জোট। ঠিক হয় যে, ৭৭ টি আসনের মধ্যে ৪৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং ৩৩ টি আসনে প্রার্থী দেবে লাল শিবিরেরা। আর এই দিনের বৈঠকে আরও ১১৬ টি আসন নিয়ে চূড়ান্ত হল সামঝোতা। প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) এইদিন জানিয়েছেন, এই ১১৬ টি আসনের মধ্যে কংগ্রেস পাচ্ছে ৪৮ এবং বামেরা পাচ্ছে আরও ৬৮ টি আসন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অর্থাৎ জোট সামঝোতায় আশা মোট ১৯৩ টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে ৯২ টি আসন এবং বামেরা পেল ১০১ টী আসন। অর্থাৎ দুই ক্ষেত্রেই বেশি আসন রয়েছে বামেদের ঝুলিতে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাকি আসন ভাগের রফা সম্পূর্ণ করে ফেলা হবে বলে এইদিন জানিয়েছেন বিমান বাবু (Biman Basu)। এই দিন বৈঠক শেষে রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,”আজ আমরা সৌহার্দ পর্ণ এবং নিজেদের মধ্যে বোঝা পড়ার বাতাবরণ স্বতঃস্ফুর্তভাবেতৈরি করে জোটের আলোচনাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে আমরা আলোচনায় ৭৭টা আসন সম্পূর্ণ করেছিলাম। আজ আরও ১১৬টি আসনে আমরা সমঝোতা করে ফেলেছি। তার মধ্যে কংগ্রেস পাচ্ছে ৪৮টি ও বামেরা পাচ্ছে আরও ৬৮টি আসন। আগে ৭৭, আর এদিনের ১১৬টি মিলিয়ে মোট ১৯৩টি আসনে সমঝোতা সম্পূর্ণ হল। কংগ্রেসের নেতা আরও বলেন,”মোট বিধানসভা আসন ২৯৮ টির মাঝে ১৯৩ টি আসনে আমরা উভয় সহমতে ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি।”

About Author