Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ছে সুস্থতার হার, করোনাতে সুস্থ হয়েছেন ৫২ শতাংশ

গত ১লা জুন দেশ জুড়ে জারি হয়েছে আনলক-১। এরপর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা। ক্রমে চিকিৎসক মহল থেকে শুরু করে রাজ্যগুলির সরকারের মাথায় উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে।…

Avatar

গত ১লা জুন দেশ জুড়ে জারি হয়েছে আনলক-১। এরপর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা। ক্রমে চিকিৎসক মহল থেকে শুরু করে রাজ্যগুলির সরকারের মাথায় উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে করোনা সংক্রমণে সুস্থতার হার সবথেকে বেশি মহারাষ্ট্রে।

এদিকে দেশে ক্রমে করোনা সংক্রমণ বাড়লেও বেড়েছে সুস্থতার হার। দেশের মোট করোনা আক্রান্ত রোগীর ৫২ শতাংশ সুস্থ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিকে মহারাষ্ট্রে করোনায় সুস্থ হয়েছেন ৫০,৯৭৮ জন। গোটা মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১.০৭ লক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোট ১,৮০,০১৩ জন রোগী করোনা যুদ্ধে জয়ী হয়েছেন যার ফলে পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার মৃত্যুর হারের থেকে অনেক বেশি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৪৩,০৯১ জন এবং সুস্থ হয়েছেন ১,৮০,০১৩। করোনা সংক্রমণের ফলে দেশ জুড়ে মৃত্যু হয়েছে ৯, ৯০০ জনের।

About Author