Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কেউ সাহায্য করেনি’, করোনা আক্রান্ত শ্বশুরকে কাধে তুলে হাসপাতালে পৌঁছলেন গৃহবধূ

করোনা মহামারী আমাদের এমন কিছু ঘটনা দেখিয়েছে বা শিখিয়েছে যা প্রেরণা এবং মানুষের খারাপ সময়কে দেখতে শিখিয়েছে। আমাদের এইসব ভিডিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিভাবে মানুষের বিপদের দিনে মানুষকে…

Avatar

By

করোনা মহামারী আমাদের এমন কিছু ঘটনা দেখিয়েছে বা শিখিয়েছে যা প্রেরণা এবং মানুষের খারাপ সময়কে দেখতে শিখিয়েছে। আমাদের এইসব ভিডিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কিভাবে মানুষের বিপদের দিনে মানুষকে পাশে দাঁড়ানো উচিত। সেরকমই একটি ভিডিও সোশাল মিডিয়ায় দারুন ভাইরাল হলো। এই ভিডিওটি অসমের একটি গ্রামের।এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অসমের একজন গৃহবধূ তার ৭৫ বছর বয়সী বৃদ্ধ শ্বশুরমশাই কে কাধে করে তুলে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। তার শ্বশুর করোনা আক্রান্ত এবং তার জন্য কোনো সাহায্য বা কোনো অ্যাম্বুলেন্স জোগাড় করা সম্ভব হচ্ছেনা। তাই অগত্যা ৭৫ বছর বয়সী থুলেশ্বর দাসকে কাধে করে তুলে একটি অটো রিক্সা করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তার বছর ২৫ এর বৌমা নিহারিকা দাস।থুলেস্বর বাবুর ছেলে সূর্য শহরে চাকরি করে। তার বাড়িতে রয়েছে তার বৌমা যে তার দেখাশোনা করে। কিন্তু তিনি করোনা আক্রান্ত হলে কাউকে তার পাশে পাওয়া যায়না। সেই সময় চিকিৎসক তাকে বাড়ি থেকে সামান্য দূরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সবার কাছে সাহায্য চাওয়ার জন্য নিহারিকা স্থানীয়দের দরজায় দরজায় যায়, কিন্তু তাকে খালি হাতেই ফিরতে হয়। অবশেষে একটি অটো রিক্সা জোগাড় করে নিজেই তার বৃদ্ধ শ্বশুরকে কাধে করে তুলে নিয়ে গিয়ে অটো করে হাসপাতালে নিয়ে যায় নিহারিকা।এখন তার শ্বশুর স্থানীয় কোভিড কেয়ার সেন্টারে আছেন। তার চিকিৎসা চলছে। অন্যদিকে নিহারিকা নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসাও চলছে বাড়ি থেকে। কিন্তু নীহারিকার তার শ্বশুরের প্রতিবে ভালোবাসা এবং দায়িত্ববোধ তাকে এক রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সোশাল মিডিয়ায় তার এই কীর্তির নানান লেখা এবং সাহসের কাহিনী প্রকাশ হচ্ছে। একজন আদর্শ বৌমা হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছেন অসমের একটি গ্রামের মেয়ে নিহারিকা দাস।
About Author