আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে একের পর একাধিক ভিডিও। যার মধ্যে বেশিরভাগ ভিডিও গুলোতে দেখা যাচ্ছে চরম সাহসিকতা। আর সাহসীকতায় ভরা এই সব ভিডিও গুলো বিশেষ ভাবে উপভোগ করেছেন নেটিজেনরা।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি সাহসী ভিডিও উত্তেজনা সৃষ্টি করেছে, যে ভিডিওটি দেখলে এই তীব্র শীতেও ঘেমে উঠবেন। টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফুলশয্যার রাতে নবদম্পতির চরম দৃশ্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, সোশ্যাল মিডিয়ায় এই সাহসী ভিডিওটি শেয়ার করেছেন স্বয়ং নবদম্পতি। দেখুন ভিডিও-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowPuri Unboxing post karna tha 🤐 pic.twitter.com/i40KupAEwk
— Berlin (@Toxicity_______) November 27, 2023