করোনার সংক্রমণকে ঠেকাতে দেশ জুড়ে ফের তৃতীয় দফার লক ডাউন জারি হয়েছে। ৪ঠা মে থেকে আগামী ১৭ই মে দেশজুড়ে লক ডাউনের ফলে বন্ধ সমস্ত জমায়েত, ধর্মীয় অনুষ্ঠান। বন্ধ রয়েছে সমস্ত যান চলাচল পরিষেবা। আর এর মাঝেই নতুন নতুন উপায়ে বিবাহের কাজ সম্পন্ন করছেন যুগলরা। এরকমই এক অভিনব পন্থার মাধ্যমে বিয়ে সারলেন মুম্বাইয়ের যুগল। যা নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
করোনার সংক্রমণ রুখতে একমাত্র হাতিয়ার সামাজিক দূরত্ব। এই মূহুর্তে পরস্পরের থেকে দূরত্বে অবস্থান করাই শ্রেয় তা সরকারের তরফ থেকে বারবার ঘোষিত হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। মুম্বাইয়ের এক যুগল সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে নতুন উপায়ে সারলেন বিবাহ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাঠির মাধ্যমেই মালাবদল করছেন তাঁরা। এই মূহুর্তে ফুলের মাধ্যমেও ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাসের জীবাণু। যা সংক্রমণ ঘটাতে পারে। তাই লাঠি দিয়ে মালাবদল সারলেন উভয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowLockdown Wedding pic.twitter.com/Qn6N9BI555
— Godman Chikna (@Madan_Chikna) May 1, 2020
বিয়ের এই অভিনব পন্থায় মজেছে নেটিজেনরা। এই ভিডিও দেখে খুশির হাসি সকলের মুখে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। তবে কেউ লক ডাউনের ফলে অন্য পন্থাও অবলম্বন করছেন বিয়ের জন্যে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আত্মীয় স্বজনদের উপস্থিতির মধ্যে দিয়েই কেউ সারছেন বিয়ে। কোথাও বা কনেকে সাইকেলে চড়িয়ে নিয়েই বর ফিরছেন নিজের বাড়িতে।