২০১৬ সালের ৮ নভেম্বর একটি ঘোষণায় সারা দেশের মানুষকে কাঁপিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করেছিলেন, ৫০০ ও ১০০০ এর নোট বাতিল। যার জেরে সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রীদেরও ঘাম বেরিয়ে গিয়েছিল। মোদীর এই ঘোষণা গোটা দেশবাসীর মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল।
আরও একবার নোট বাতিলের আশঙ্কা দেশবাসীর মধ্যে ভয়ের সঞ্চার করেছে। ভয়াবহ পরিস্থিতির সামনে পড়তে হতে পারে দেশের মানুষদের। পুজোর মধ্যে নোট বাতিল নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশোনা যাচ্ছে, বেশকিছু নোট নাকি বাতিল হয়ে তার পরিবর্তে অন্য নোট বাজারে আনতে পারে সরকার। এই খবরটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই খবরটির কোনও সত্যতা নেই। ভুয়ো খবরে কেউ পা দেবেন না। আপনারা আনন্দে পুজো কাটান।