Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চমকপ্রদ ঘটনা! এবার মহাকাশে পাঠানো হচ্ছে মার্কিন ব্র্যান্ডের প্রসাধনী

আমেরিকা:  মার্কিন এক প্রসাধনী সংস্থা এস্টি লডার তাদের বিউটি প্রোডাক্ট পাঠাতে চলেছে মহাকাশে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ব্যবহার করেই পাঠানো হবে এই সাজ গোজের জিনিস। সম্ভবত এর আগে এমনটা…

Avatar

আমেরিকা:  মার্কিন এক প্রসাধনী সংস্থা এস্টি লডার তাদের বিউটি প্রোডাক্ট পাঠাতে চলেছে মহাকাশে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ব্যবহার করেই পাঠানো হবে এই সাজ গোজের জিনিস। সম্ভবত এর আগে এমনটা কখোনো ঘটেনি, কিন্তু এবার তা ঘটতে চলেছে শীঘ্রই।১৯৮২ সালে প্রথম নাইট টাইম রিপেয়ার সিরাম বাজারে আসে এবার তার ৩০ বছরের মধ্যে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে মার্কিন স্কিন কেয়ার সংস্থা নিজেদের পণ্য মহাকাশে পাঠাচ্ছেন। আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২০-তে পৃথিবী থেকে রওনা করা হবে এই বিশেষ প্রসাধনী দ্রব্য।এস্টি লডার এর নাইট রিপেয়ার সিনক্রোনাইজড মাল্টি রিকভারি কমপ্লেক্স ক্রিম পাঠানো হবে মহাকাশে। হিসেব মতন এই ক্রিম গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবে ৩ অক্টোবর। এর সাথে পাঠানো হবে আরো অন্যান্য জিনিস। যানা গিয়েছে এটি প্রথম বার।ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে পাঠানো হবে এই ক্রিম। সংশ্লিষ্ট ওই প্রসাধনী ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায়ও এই বিশেষ পণ্য আপলোড করবে বলে সূত্রের খবর। যদিও এর আগে মহাকাশে কোনও প্রসাধনীর বিজ্ঞাপন হয়নি, তাই এই নতুন ভাবনা নিয়ে সবাই যথেষ্ট আগ্রহী বলে মত। 
About Author