লন্ডন: আমেরিকা ও রাশিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হলেও ব্রিটেনে এখনও পর্যন্ত ভ্যাকসিন বিতরণ শুরু হয়নি। চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। আর এরই মধ্যে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে করোনা। নতুন করে ব্রিটেনে যে করোনার প্রকোপ দেখা গিয়ে, তা আরও ভয়ঙ্কর! এই নতুন ধারা করোনা ছড়াতে পারে খুবই দ্রুত হারে৷ এ প্রসঙ্গে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই ধরণের সংক্রমণের ওপর আরও বেশি নজরদারি প্রয়োজন। কারণ, এতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে খুবই তাড়াতাড়ি৷ ইতিমধ্যেই এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে৷
ব্রিটেনে করোনার আক্রান্তের সংখ্যা যত দিন যাচ্ছে ততই বাড়ছে৷ তারমধ্যেই এই খবর অত্যন্ত উদ্বেগজনক৷ কার্যত এই তথ্য চিন্তায় ফেলে দিয়েছে লন্ডনবাসীদের এর ফলে ব্রিটেনে আবারও নতুন করে বিধিনিষেধ আনতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন৷ বড়দিনের আগে লন্ডন, এবং দক্ষিনপূর্ব ইংল্যান্ডে ভ্রমণ বা পর্যটনের ক্ষেত্রে আসতে পারে নতুন করে বিধিনিষেধ৷ তাই এখন থেকেই চিন্তার ভাঁজ পড়েছে লন্ডনবাসীদের কপালে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখনও পর্যন্ত সেভাবে সুনিশ্চিত হয়ে কোনও তথ্য সামনে আসেনি, যা থেকে প্রমাণ করা যায় যে, এই নতুন ভাইরাসে মৃত্যু হার বেশি হতে পারে। তবে ব্রিটিশ সরকার এই আংশিক তথ্যকে হালকাভাবে নিচ্ছে না। তাই এখন থেকেই চারিদিকে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে ব্রিটেন সরকার।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ ২৮,৫০৭ জন করোনা আক্রান্ত হয়েছে নতুন করে৷ এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৭৭,১৬৭ জন ৷ নতুন করে ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৯। যার ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৫৪১৷