Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, মহারাষ্ট্রের রকাধিক জায়গায় জারি হল লকডাউন

মুম্বই: দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯ (Covid 19)। ইতিমধ্যে ভারতে (India) দেখা গেছে ভাইরাসের নয়া স্ট্রেন। এই নয়া স্ট্রেন দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে এ-দেশে প্রবেশ করেছে। মহারাষ্ট্রে (Maharashtra) নতুন…

Avatar

মুম্বই: দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯ (Covid 19)। ইতিমধ্যে ভারতে (India) দেখা গেছে ভাইরাসের নয়া স্ট্রেন। এই নয়া স্ট্রেন দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে এ-দেশে প্রবেশ করেছে। মহারাষ্ট্রে (Maharashtra) নতুন করে প্রতিনিয়ত বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ। যার জেরে মহারাষ্ট্র সরকার রাজ্যের দুটি জেলায় ফের সাপ্তাহিক লকডাউন জারি করেছে।

গোটা শহর জুড়ে চলছে নজরদারি। করোনারবিধি নিষেধ পালন না করলে কঠোর শাস্তিও দেওয়া হবে। সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে কিনা, সেদিকে নজর রাখার জন্য ৩০০ জন মার্শাল নিয়োগ করা হয়েছে মুম্বই পুরসভার তরফে। মহারাষ্ট্র নতুন করে উদ্বেগ বাড়ালেও দেশের অন্যান্য রাজ্যগুলিতে এখনও সেইভাবে নতুন করে আক্রান্তের ঘটনা সামনে আসেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন। পরিসংখ্যান অনুযায়ী আগের থেকে বহুগুন বেশি এবারের আক্রান্তের সংখ্যা। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৯ লক্ষ ৬৩ হাজার ৩৯৪। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ১ লক্ষ ৫৬ হাজার ১১১ জনে।

শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। পাশাপাশি গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৮৯৬ জন। দেশে মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৫৪২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লক্ষ ৬৭ হাজার ৭৪১ জন। অন্যদিকে দেশে  ১ কোটি ১ লক্ষ ৮৮ হাজার ৭ জন স্বাস্থ্যকর্মীকে  ইতিমধ্যে করোনার টিকা দেওয়া হয়েছে।

About Author