Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা সচেতনতায়, আগামীকাল “জনতার কার্ফু” প্রচার শান্তিপুর বিজেপি কর্মীদের

নিজস্ব সংবাদদাতাঃ আজ শান্তিপুর শহর বিজেপির পক্ষ থেকে শান্তিপুরবাসীকে একটা করে মাক্স, সাবান ও "করোনা সতর্কতা হ্যান্ডবিল" দিয়ে করোনা ভাইরাস (COVID-19)এর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলা হয় পথচলতি সাধারণ মানুষ…

Avatar

নিজস্ব সংবাদদাতাঃ আজ শান্তিপুর শহর বিজেপির পক্ষ থেকে শান্তিপুরবাসীকে একটা করে মাক্স, সাবান ও “করোনা সতর্কতা হ্যান্ডবিল” দিয়ে করোনা ভাইরাস (COVID-19)এর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলা হয় পথচলতি সাধারণ মানুষ এবং দোকানদারদের।

আগামীকাল রবিবার দেশের মানুষের স্বার্থে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত জনতা কারফিউ পালন করতে অনুরোধ করা হচ্ছে l প্রত্যেক কে দেশের স্বার্থে আগামী কাল বাড়িতে থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে করোনা আতঙ্ক, করোনা রোধে কাঠ কয়লা মাখার গুজব সারা গ্রাম জুড়ে

সাংবাদিকদের প্রশ্ন কতটুকু বিজ্ঞানসম্মত এই সিদ্ধান্ত! উত্তরের শান্তিপুর শহর মন্ডল 2 এর সভাপতি বিপ্লব কর জানান “12 ঘণ্টা মানুষের সাথে যোগাযোগ না থাকলে এইভাইরাস সংক্রামন ক্ষমতা হারায়। তাই একদিকে বিজ্ঞানসম্মত অন্যদিকে, দেশের এরকম বিপদসংকুল সময়ে, ধর্ম , রাজনীতি ধনী-দরিদ্র ভুলে সকলে সকলের জন্য এইটুকু মানা উচিত। প্রধানমন্ত্রী অনেকটা বুঝে তবেই নেমেছেন এ পথে, নিশ্চয়ই মিলবে সুফল।”

About Author