Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশে ৪০ বছরের নিচে করোনা আক্রান্ত ৪২ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রক

করোনায় প্রকোপে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ এরও বেশি। মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত ৭৯ জনের। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে লক ডাউন বিধি কার্যকর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী…

Avatar

করোনায় প্রকোপে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ এরও বেশি। মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত ৭৯ জনের। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে লক ডাউন বিধি কার্যকর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লক ডাউন জারি থাকবে। লক ডাউন চললেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, দেশে যেসব করোনা সংক্রমণের খবর ঘটছে তার মধ্যে ৪২ শতাংশের বয়স দেখা গিয়েছে ৪০ এর নীচে অবস্থান করছে। ০-২০ বছর বয়সের মধ্যে ৯ শতাংশ মানুষ রয়েছে। ২১-৪০ বছরের মধ্যে রয়েছে ৪২ শতাংশ মানুষ। ৪১-৬০ বছরের মধ্যে রয়েছেন ৩৩ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১৭ শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ এর দ্বারা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। এছাড়া নিজামুদ্দিনে মসজিদে যে সমাবেশ হয়েছিল তার মধ্যে অংশগ্রহণকারী কোভিড-১৯ এ আক্রান্তের সন্ধান মিলেছে ১৭টি রাজ্য থেকে। ১,০২৩ জন কোভিড-১৯ আক্রান্তেরা ওই সমাবেশেরই অংশ।

About Author