কলকাতানিউজরাজ্য

করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শনে কলকাতাতে তৈরী হচ্ছে স্মৃতিসৌধ

করোনা মহামারীর ইতিহাস লিখবে খোদ কলকাতা। আর ইতিহাসের পাতায় করোনাকে ঠাঁই দেবে হিডকো কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

করোনার জেরে গোটা বিশ্ব জর্জরিত। কিছুতেই এই করোনার দাপট কমানো যাচ্ছে না। বরং বেড়েই চলছে এই ভাইরাসের সংক্রমণের মাত্রা। এইরকম মহামারী আগেও হয়েছে। বিশ্ব যত উন্নতি হয়েছে, মহামারী যেন ততই শক্তিশালী হয়ে বার বার ফিরে এসেছে। আর এই মহামারী নিয়ে ইতিহাসের পাতায় বহু ঘটনা লেখা হয়েছে। এবার এই করোনা মহামারীর ইতিহাস লিখবে খোদ কলকাতা। আর ইতিহাসের পাতায় করোনাকে ঠাঁই দেবে হিডকো কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

আসলে কোনো বই লেখা হবে না। করোনাতে যাঁদের মৃত্যু হয়েছে সেই মৃত ব্যক্তিদের সম্মানিত করতে স্মৃতি সৌধ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই এই স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ টেন্ডার ডেকে স্থান নির্দিষ্ট করেছেন। নিউটাউনে ‘আনবক্সের ‘পাশে ০.৫ একর জমিতে এটি তৈরী করা হবে। সারা দেশের ডিজাইনারদের প্রতিযোগিতাতে অংশ নিতে বলা হয়েছে। যার ডিজাইন পছন্দ হবে, সেই অনুযায়ী তৈরী হবে।

Advertisement

তবে এই স্মৃতিসৌধ শুধু মৃত ব্যক্তিদের জন্য নয়, করোনা যোদ্ধাদের ও সম্মান জানানো হবে। মূলত, ইতিহাসের পাতায় কিছু নথি না থাকলে পরে সেগুলি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করানো যায় না। তাই ইতিহাসের পাতায় সব ঘটনাকে তুলে রাখতেই এই স্মৃতি সৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন হিডকো কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button