দেশনিউজ

ক্রমশ নাগালের বাইরে আক্রান্তের সংখ্যা, দেশে করোনা আক্রান্ত ২০ হাজারের দোরগোড়ায়

×
Advertisement

ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২০ হাজারের কাছাকাছি চলে এসেছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৮৪ জন। আক্রান্তের সংখ্যার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনাতে মোট মৃত্যু হয়েছে ৬৪০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮৭০ জন।

Advertisements
Advertisement

মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণের সংখ্যা। মহারাষ্টে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮ জন। মৃত্যু হয়েছে ২৫১ জন। আক্রান্ত এবং মৃতের সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্র শীর্ষে। এরপরেই রয়েছে গুজরাট(২,১৭৮), দিল্লি( ২,১৫৬)। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৩-এ। মৃতের সংখ্যা ১৫ জন। করোনা সংক্রমণ রোধ করার জন্য কেন্দ্র- রাজ্য উভয়ই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। দেশের বিভিন্ন জায়গা সিল করে দেওয়া হয়েছে।

Advertisements

সূত্রের খবর অনুযায়ী, দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল যে লকডাউন না বাড়ালে দেশে আক্রান্তের সংখ্যা এতদিনে ২ লক্ষ ছাড়িয়ে যেত। প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের দুটি রাজ্য তেলেঙ্গানা ও কর্নাটকে আবারো লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হয়েছে। তেলেঙ্গানাতে আক্রান্তের সংখ্যা ৯২৮ জন। আর কর্নাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৮ হয়েছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button