করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীন, যেখানে প্রতিদিন বেড়েই চলেছে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা। চিনে গত বুধবার মৃত্যুর সংখ্যা বেড়ে নয়া রেকর্ড করল। জানা গিয়েছে, হুবেইয়ের বেআইনী পশু বিক্রির বাজার থেকেই এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
সমস্যা হল, এই ভাইরাস এত দ্রুত ছড়িয়ে পড়ছে যার জেরে কপলাে চিন্তার ভাজ পড়েছে চিকিৎসক মহলে। শেষ পাওয়া খবর পর্যন্ত গত বুধবার চীনে এই মারণ ভাইরাসে ২৪২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০। তাছাড়া গত সোমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৩ জনের মৃত্যু হয়। গত বুধবার আরও ১৪,৮৪০ জনের দেহে এই ভাইরাসের চিহ্ন মিলেছে। আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪৮,২০৬। চীনের চিকিৎসকরা আগাম পূর্বাভাস দিয়েছেন, এই মাসের শেষের দিকে এই ভাইরাস আরও ভয়াবহ আকার নেবে চীনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : কবে ফাঁসি চার ধর্ষনকারীর? কী জানাল আদালত
চীনে এমন মহামারী আকার নিয়েছে এই ভাইরাস। চিকিৎসকরা চাইছেন এই ভাইরাস যাতে বাইরের দেশগুলিতে না ছড়ায়। যার জন্য তদরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এতদিন লন্ডনে কোনো আক্রান্তের খবর মেলেনি। কিন্তু সংবাদমাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে, শেষ যে মহিলার শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে তিনি লন্ডনবাসী। জেনিভায় এক সম্মেলনে ‘WHO’ এই নতুন করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নামকরণ করেছে ‘কোভিড-১৯’।