Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, নতুন করে আক্রান্ত আরও ২৮ জন

রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জন। গত ২৪ ঘন্টায়…

Avatar

রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ৱারী ফিরেছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ১১৯ জন। তবে আরও ২ জন মারা গেছেন। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জন।

আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের করোনা আক্রান্তের পরিসংখ্যান দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি আরও বলেছেন, রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১৩ হাজার ২২৩ টি। গতকাল টেস্ট হয়েছে ১ হাজার ১৮০ জনের। এছাড়া সরকারি কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৩৮৮ জন, আর হোম কোয়ারেন্টিনে আছেন ১৬ হাজার ৫২ জন। প্রায় ৫ লক্ষ পিপিই দেওয়া হয়েছে বলেও তিনি জানান। আর ৩ লক্ষ এন৯৫ মাস্ক দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামীকাল রাজ্যের লকডাউনের কি ব্যবস্থা করা হবে তাই নিয়ে মন্ত্রিসভার বৈঠক করা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। কনটেনমেন্ট এলাকাগুলিতে দোকান বন্ধ রাখার কথা বৈঠকে বলেছেন। এর সাথে তিনি এটোপি বলেছেন যে রাজ্যে করোনা আক্রান্তের দ্বিগুন হবার হার অনেকটা কমেছে। রাজ্য দ্বিগুন হবার হার দাঁড়িয়েছে ৯ দিনে।

About Author