Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হলেও পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও

কলকাতা: দুর্গাপুজোর আগে যেমন রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছিল, ঠিক দুর্গাপুজো শেষ হতে চিত্রটা বদলে যায়। একে একে লক্ষ্মীপূজো, কালীপূজো, দীপাবলি ও ভাইফোঁটা কাটিয়ে দৈনিক সংক্রমণ চার হাজারের নিচে নামতে থাকে।…

Avatar

কলকাতা: দুর্গাপুজোর আগে যেমন রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছিল, ঠিক দুর্গাপুজো শেষ হতে চিত্রটা বদলে যায়। একে একে লক্ষ্মীপূজো, কালীপূজো, দীপাবলি ও ভাইফোঁটা কাটিয়ে দৈনিক সংক্রমণ চার হাজারের নিচে নামতে থাকে। এবং সুস্থতার হার বাড়তে থাকে। রাজ্যের চিকিৎসা মহলে স্বস্তি ফিরে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। জগদ্ধাত্রী পুজোর আগে থেকেই রাজ্যে পুনরায় বাড়ে করোনা উদ্বেগ। যার ফলে চিন্তার ভাঁজ পড়ে চিকিৎসকদের কপালে। কিন্তু হঠাৎ দৈনিক সংক্রমণ এতটা নিম্নমুখী হয় যে, উদ্বেগ কমেছিল চিকিৎসকদের মধ্যে। কিন্তু গ্রাফ নিম্নমুখী হওয়ার পরেই ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে দৈনিক সংক্রমণকে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যাও।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী ফের বেড়েছে রাজ্যে দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩২৭১ জন। আর এই গত এক দিনে করণা কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২৭৫ জন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪,৯০,০৭০ জন। এখনো পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৪,৫৭,৩৭৭ জন। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছে ৫১ জন। এখনও পর্যন্ত করোনার কবলে পড়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৮৫২৭ জনের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যথেষ্ট উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮৪১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যের দুই জেলাই সংক্রমণে নিরিখে এক লাখ পার করে দিয়েছে।

About Author