Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হু হু করে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা

কলকাতা: এমনিতেই করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক। তার ওপর আর কয়েক দিনের মধ্যে দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। তবে অন্যান্য রাজ্যে উৎসব নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও…

Avatar

কলকাতা: এমনিতেই করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক। তার ওপর আর কয়েক দিনের মধ্যে দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। তবে অন্যান্য রাজ্যে উৎসব নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও বা অন্যান্য রাজ্যে উৎসব নিষিদ্ধ করা হলেও এই রাজ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন হচ্ছে। যদিও পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে রাজ্য সরকার। তবুও সেই গাইডলাইন মেনে উৎসব পালন করলে করোনা সংক্রমণ বাড়বে না এমন নিশ্চয়তা নেই। বরং উৎসবের মুখে পুজোর আগেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য তিন লাখের কাছাকাছি গিয়ে পৌঁছল।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২,৯৪,৮০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২,৫৮,৯৪৮ জন। করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০,২৩৬ জন। সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হযেছে ৩,৬১২ জন। মৃত্যু হযেছে ৫৯ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৫,৬২২ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি উৎসবের মরশুমে রাজ্য সরকারকে ভাবাচ্ছে কলকাতায় করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৭৫৭ জন। আর মৃত্যু হয়েছে ১৬ জনের। কিন্তু একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় কলকাতাকেও পেছনে ফেলে দিল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সব মিলিয়ে উৎসব পালনের পর রাজ্যে হু হু করে করোনা সংক্রমণ বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা।

About Author