Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বস্তির খবর : আক্রান্তের মা-বাবার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ

বড়ো স্বস্তির খবর কলকাতা সহ গোটা রাজ্য বাসীর। আমলা দম্পতির অর্থাৎ আক্রান্ত তরুনের মা-বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু আক্রান্তের মা-বাবার নয় , গাড়ির ড্রাইভারদের ও রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের…

Avatar

বড়ো স্বস্তির খবর কলকাতা সহ গোটা রাজ্য বাসীর। আমলা দম্পতির অর্থাৎ আক্রান্ত তরুনের মা-বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু আক্রান্তের মা-বাবার নয় , গাড়ির ড্রাইভারদের ও রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর।

রিপোর্ট নেগেটিভ এলেও তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্তের মা সোমবার থেকে বহু লোকের সাথে সাক্ষ্যাৎ করেছেন। তিনি নবান্নে গিয়েও বৈঠক করেছিলেন। এছাড়া আক্রান্তের বাবা নদীতে গিয়ে বেশ কয়েকজন শিশুর চিকিৎসা করেছেন। তাই তাদেরকেও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : স্বাস্থ্যবিধি অমান্য করলেন খোদ নবান্নের আমলা, ছেলের করোনা সংক্রমণে বিপদে গোটা বাংলা

প্রসঙ্গত, এই ঘটনার পর মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। আজ থেকেই সরকারি কর্মচারীদের ৪ টের পর ছুটি ঘোষণা করা হয়েছে।  এছাড়া যেহেতু আক্রান্তের মা নবান্ন-তে গিয়েছিলেন তাই সেখানে তার ঘর আজকে সিল করে দেওয়া হয়েছে এবং নবান্ন-কে স্যানিটেজ করা হচ্ছে।

একজন শিক্ষিত পরিবার কি করে এরকম অসচেতন কাজ করেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নিজের প্রতিপত্তি খাটিয়ে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং ও করতে চাননি ওই তরুণ। বর্তমানে ওই আক্রান্তের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

About Author