এবার থেকে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় খরচ পড়বে দেড় হাজার টাকা

Advertisement

Advertisement

কলকাতা: রাজ্য তথা গোটা দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। সুস্থতার হার ঊর্ধ্বমুখী এবং মৃত্যুর হার নিম্নমুখী ছিল গত বেশ কয়েকদিনে। উৎসবমুখী আমজনতার কেনাকাটার হিড়িকে ফের একবার হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমনকি উৎসব শেষে করোনার ভয়াল রূপ দেখতে পারে রাজ্য তথা গোটা দেশ, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। এমন সময় পুজোর আগে মধ্যবিত্তদের একটু স্বস্তি দিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য খরচ হবে মাত্র দেড় হাজার টাকা। আজ, সোমবার এক ভার্চুয়াল সভা করে এ কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আগে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য খরচ পড়ত ২২৫০ টাকা। যা এবার কমে হল দেড় হাজার টাকা। প্রথম থেকেই সরকারি হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে করোনা পরীক্ষা করার সুবিধা দিয়ে এসেছে রাজ্য সরকার। কিন্তু বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করার ক্ষেত্রে একটা খরচ ধার্য করা হয়েছিল। আর এবার শারদোৎসবের আগে সেই খরচেও বেশ খানিকটা রাশ টানল রাজ্য।

Advertisement

Recent Posts