দেশনিউজ

ফের করোনা বৃদ্ধি মহারাষ্ট্রে, হতে পারে লকডাউন

Advertisement
Advertisement

মুম্বই: ফের করোনা (Coronavirus) বৃদ্ধি মহারাষ্ট্রে (Maharashtra), করোনা যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, এ রাজ্যের অবস্থাও ভাল। কিন্তু ফের আবার করোনা হাল খারাপ করছে মহারাষ্ট্রকে। বিশেষ করে মুম্বইয়ে (Mumbai) ফের সংক্রমণ বৃদ্ধি হচ্ছে, রাজ্য জুড়ে প্রায় ৩ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা।

Advertisement
Advertisement

আর এই বৃদ্ধির ফলে আতাঙ্কিত রাজ্যবাসী। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, নিষেধাজ্ঞা ও করোনা বিধি নিষেধ না মেনে চললে বাধ্য হয়ে ফের একবার লকডাউন জারি করা হতে পারে । কার তাঁর অভিযোগ ট্রেনে বাসে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন না।

Advertisement

বাজার বা লোকাল ট্রেনে মানুষ যদি এই ভাবে করোনা বিধি না মেনে চলাফেরা করেন তাহলে এই পরিস্থিত আবার হাতের বাইরে চলে যাবে। তখন লকডাউন ছাড়া আর কোন উপাই থাকবে না। মহারাষ্ট্রে  গত সোমবার ৩৩৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন ।

Advertisement
Advertisement

প্রায় ৪০ দিন পর করোনা আক্রান্তের সংখ্যায় ফের দেশের ১ নম্বরে মহারাষ্ট্র। গতকাল সরকারী হিসেব অনুযায়ী ২৩ জনের মৃত্যু হয়েছে । মুম্বই, নাগপুর ও অমরাবতী শহরে সোমবার ৪০০-র বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button