Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে বাড়ছে গোষ্ঠী সংক্রমণ, চিন্তায় আমজনতা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩,৩৫৭ জন। সব মিলিয়ে এই পর্যন্ত করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন। । রাজ্যে মৃত্যু হয়েছে ৫,১৯৪ জনের।…

Avatar

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩,৩৫৭ জন। সব মিলিয়ে এই পর্যন্ত করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন। । রাজ্যে মৃত্যু হয়েছে ৫,১৯৪ জনের। এদিন আরও ২,৯৮৬ জন করোনা মুক্ত হয়েছেন। সবমলিয়ে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন আরও ৬২ জন।রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে ক্রমশই চিন্তিত হচ্ছেন রাজ্যের প্রশাসন। সারা দেশে যেভাবে করোনা মাথা চারা দিচ্ছে তাতে চিন্তিত দেশের আম জনগন থেকে প্রশাসন পক্ষ। কোনভাবেই করোনা রোখা সম্ভব হচ্ছে না। তার মাঝেই নানা মিটিং মিছিল উৎসবের কারনেই বাড়ছে করোনা। গতকাল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির পরিচারক করোনা আক্রান্ত হন। যেখানে তিনি জানান, ”ওরা আলাদাই থাকত।আমার বাড়ির ছেলেটি কোথাও যেত না। তবুও করোনা হয়ে গেল। করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে। আমরা মিছিল,মিটিং করছি না। কিন্তু বিজেপি মিছিল করছে, দাঙ্গা লাগাচ্ছে, কোভিড ইনফেকশন ছড়াচ্ছে। নানা কীর্তি ওদের”।এমনকি শনিবার মেয়ো রোডের বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীই এও বলেন, “এটা কমিউনিটি স্প্রেড করে গিয়েছে। আমার বাড়িতেও যে ছেলেটি চা করে দেয়, তাঁরও করোনা হয়েছে। ওরা তো বাইরে যেত না, তাও হয়ে গেল। ছড়িয়ে পড়েছে এটা”। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন। সব মিলিয়ে অন্য রাজ্যের মতন এই রাজ্যেও পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে।
About Author