Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার হানা বলিউডে, আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা

কৌশিক পোল্ল্যে: আবারো বলিপাড়ায় মিলল করোনা আক্রান্তের হদিশ। বারেবারে স্টুডিওপাড়ার অন্দরে কোপ মেরে নোভেল করোনা বুঝিয়ে দিচ্ছে সহজেই চলে যাবার পাত্র সে নয়। লকডাউন খানিক শিথিল হতেই একদিনেই এদেশে রেকর্ড…

Avatar

কৌশিক পোল্ল্যে: আবারো বলিপাড়ায় মিলল করোনা আক্রান্তের হদিশ। বারেবারে স্টুডিওপাড়ার অন্দরে কোপ মেরে নোভেল করোনা বুঝিয়ে দিচ্ছে সহজেই চলে যাবার পাত্র সে নয়। লকডাউন খানিক শিথিল হতেই একদিনেই এদেশে রেকর্ড পরিমান করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আশঙ্কার মেঘ জোরালো হতে থাকলেও সাধারন মানুষকে নেহাতই দায়ে পড়ে বাইরে বেরোতেই হচ্ছে কাজের তাগিদে। একের পর এক তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক বাড়ছে ফিল্মসিটিতে।

এবার করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কিরন কুমার। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার শরীরে করোনার উপস্থিতির কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। তার শরীরে করোনা টেস্ট পজিটিভ দেখা দেওয়ার পর গত ১৪ই মে থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সেই সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন কোয়ারেন্টাইনে একথা জানিয়ে দেন কিরন জি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোভিড উপসর্গ দেখা দেওয়ার পরও তার শরীরে জ্বর বা গলা ব্যথার কোনো লক্ষন ধরা পড়েনি। করোনা পজিটিভ হওয়ার পরও তার শরীরে কোনো উপসর্গ নেই ফলে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। ‘তেজাব’, ‘খুদা গাওয়া’, ‘ধড়কন’ প্রভৃতি ছবিতে বেশ দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেতা।

About Author