Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে নতুন করে আক্রান্ত ৮৫ জন

রাজ্যে আরও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন…

Avatar

রাজ্যে আরও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৪৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এর সাথে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৬৮ জন।

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬৪ জন। বর্তমানে এখন রাজ্যে সক্রিয় আক্রান্ত রয়েছেন ৯৪০ জন। করোনা মোকাবিলায় রাজ্যের পক্ষ থেকে সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে কনটেনমেন্ট জোনগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আজ স্বরাষ্ট্রসচিব বলেছেন, রাজ্যের গরিব মসনুষদের রেশন সামগ্রী দেওয়াই এখন রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। এই রেশন ব্যবস্থার ফলে উপকৃত হবেন প্রায় ৯ কোটি ৩০ লক্ষ মানুষের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, এতদিন রাজ্যের পরিসংখ্যানের সাথে কেন্দ্রের পরিসংখ্যানের বিস্তর পার্থক্য ছিল। তবে কালকের পর থেকে কেন্দ্রের সাথে রাজ্যের পরিসংখ্যান একই হয়েছে। এই পরিসংখ্যানের গড়মিল নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলেছিল। রাজ্যের মুখ্যসচিব অবশ্য জানিয়েছিলেন যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সঠিকভাবে তথ্য আসছিল না, তাই রাজ্যের পক্ষে অসুবিধা হচ্ছিল। কিন্তু এখন থেকে সব তথ্য আসবে ফলে পরিসংখ্যান দেওয়া যাবে।

About Author