Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Srabanti Chatterjee: ছেলে প্রেমিকা দামিনীর জন্মদিন ধুমধাম করে পালন করলেন হবু শাশুড়ি শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চার শেষ নেই। অভিনেত্রীর তৃতীয় বিয়ে এখন ডিভোর্সের পথে। অন্যদিকে অভিনেত্রীর ছেলে অভিমন্যুর লাভ লাইফও এখন পেজ থ্রিয়ের শিরোনামে। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম…

Avatar

By

শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চার শেষ নেই। অভিনেত্রীর তৃতীয় বিয়ে এখন ডিভোর্সের পথে। অন্যদিকে অভিনেত্রীর ছেলে অভিমন্যুর লাভ লাইফও এখন পেজ থ্রিয়ের শিরোনামে। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন অভিমন্যু। এই বছর আগস্ট মাসেই ১৮ পূর্ণ করেছেন শ্রাবন্তীর একমাত্র পুত্র। তবে নিজের প্রেমের সম্পর্ককে শিলমোহর তিনি দিয়েছেন চলতি বছরের একদম প্রথম দিনেই।

যদিও দামিনী ঘোষের সঙ্গে শ্রাবন্তী পুত্র অভিমন্যুর সম্পর্কের কথা দীর্ঘ সময় ধরেই ছিল ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় দুজনের মাখামাখি এখন কারুর নজর এড়াতো না। তিন বছর ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ অভিমন্যু। দামিনী পেশায় একজন মডেল। মডেলিং-এর সূত্রে ফ্যাশন ফটোগ্রাফার অভিমন‍্যুর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল দুজনের। প্রথমে বন্ধুত্ব এরপর এদের প্রেমে পরিণত হতে বেশি দেরি লাগেনি। তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিমন্যু এবং দামিনী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Srabanti Chatterjee: ছেলে প্রেমিকা দামিনীর জন্মদিন ধুমধাম করে পালন করলেন হবু শাশুড়ি শ্রাবন্তী

মাঝেমধ্যেই দু’জনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভেসে ওঠে তাঁদের ইনস্টাগ্রামের দেওয়ালে। ছেলে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বেশ কুলই। তাই তো ছেলে আর ছেলের বান্ধবীকে নিয়ে মালদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়েন। আজ ছেলের বান্ধবীর জন্মদিন। ছেলের মতো ছেলের প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাদ পড়েনি অভিমন্যুও। এদিন সোনালী রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘর। আর সুন্দর একটি চকোলেড় কেক কাটেন দামিনী। পাশ থেকে ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইতেও শোনা গেল হবু শাশুড়ি মাকে।

Srabanti Chatterjee: ছেলে প্রেমিকা দামিনীর জন্মদিন ধুমধাম করে পালন করলেন হবু শাশুড়ি শ্রাবন্তী

নিজের ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের একগুচ্ছ ভিডিও, ছবি শেয়ার করেছেন দামিনী। শ্রাবন্তী ও ঝিনুকের সঙ্গে একসাথে পোজ দিয়েছেন দামিনী। আর এই সুন্দর শ্রাবন্তী নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন। আর তাতে ট্যাগ করেছেন ছেলে ও ছেলের বান্ধবীকে। আর এই ছবি দেখে আপনিও বলতে বাধ্য হবেন শ্রাবন্তী হল ‘সুপার কুল মম’!

Srabanti Chatterjee: ছেলে প্রেমিকা দামিনীর জন্মদিন ধুমধাম করে পালন করলেন হবু শাশুড়ি শ্রাবন্তী

About Author