Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একধাক্কায় ৩০ টাকা হ্রাস পেল ভোজ্য তেলের দাম, এবার জেনে নিন কোন তেলের দাম কত পড়বে

মূল্যবৃদ্ধির ডেইলি ডোজ যেন মধ্যবিত্তদের জীবনে শঙ্কার আরেক নাম। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলছে মধ্যবিত্তদের। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর অগ্নি বাজারমূল্য পকেটের টান…

Avatar

মূল্যবৃদ্ধির ডেইলি ডোজ যেন মধ্যবিত্তদের জীবনে শঙ্কার আরেক নাম। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলছে মধ্যবিত্তদের। শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর অগ্নি বাজারমূল্য পকেটের টান সৃষ্টি করেছে। তবে এরমধ্যেই জানা গিয়েছে যে এক ধাক্কায় অনেকটাই ভোজ্য তেলের দাম এবার কমবে। আদানি গ্রুপের আদানি উইলমার সিদ্ধান্ত নিয়েছে যে ভোজ্য তেলের দাম ৩০ টাকা অব্দি হ্রাস পেতে পারে। তবে সব ধরনের তেলের দাম ৩০ টাকা করে কমানো হয়নি। কোন তেলে দাম কত কমলো, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আদানি উইলমার সম্প্রতি প্রতি লিটার ভোজ্য তেলের দাম ৩০ টাকা হ্রাস করেছে। জানা গিয়েছে, সর্বাধিক দাম কমানো হয়েছে সয়াবিন তেলে যা ফরচুন ব্যান্ডের নামে বিক্রি হয়। এক লিটার সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে। পাশাপাশি দাম কমেছে সাদা তেলেরও। জানা গিয়েছে, প্রতি লিটার সাদা তেলের দাম ২১০ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সয়াবিন তেল এবং সাদা তেলের দাম অনেকটা কমলেও সরষের তেলের দাম খুবই কম হ্রাস পেয়েছে। জানা গিয়েছে সরষের তেল প্রতি লিটারে ৫ টাকা কমানো হয়েছে। এখন থেকে এক লিটার সরষের তেল কিনতে ১৯০ টাকা খরচ করতে হবে। এছাড়া, লিটারপিছু ফরচুন রাইস ব্র্যান অয়েলের দাম ২২৫ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ২১০ টাকা। বাদাম তেলের দাম ২২০ টাকা করা হচ্ছে। যার আগে দাম ২১০ টাকা ছিল। প্রতি লিটাকে রাগ বনস্পতির দাম ১৫ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছে।

ভোজ্য তেলের দাম প্রসঙ্গে আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অংশু মল্লিক জানিয়েছেন, “বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমেছে। তাই আমরা গ্রাহকদের কাছে সেই সুবিধা পৌঁছে দিচ্ছি। খুব শীঘ্রই বাজারে নতুন দামের তেল পৌঁছে যাবে।”

About Author