Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উধাও শুভেন্দুর সমস্ত বিতর্কিত ফুটেজ, ওয়াশিং মেশিন থিয়োরিতে বিজেপিকে হামলা তৃণমূলের

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এর পর থেকেই ইউটিউব থেকে নারদা দুর্নীতি সংক্রান্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমস্ত ফুটেজ দেওয়া হল মুছে। দল বদলের সাথে…

Avatar

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এর পর থেকেই ইউটিউব থেকে নারদা দুর্নীতি সংক্রান্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমস্ত ফুটেজ দেওয়া হল মুছে। দল বদলের সাথে সাথে এই রকম ঘটনায় স্বভাবতই অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। কিন্তু গেরুয়া শিবির হতে দাবী করা হয়েছে, এই বিষয়ে তারা কিছু জানেন না। এটি একটি নিছকই কাকতালীয় ঘটনা। এমনটাই মনে করছে শাসক শিবির। সোমবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শাসক শিবিরের নেত্রী শশী পাঁজা বলেন,”আমরা তো বলিই। বিজেপি তে একটা ওয়াশিং মেশিন আছে। সেখানে গিয়ে সকলের সব পাপ দোষ মুছে যায়। মুছে হয়ে যায় সাফ।”

বিজেপির তরফে অস্বীকার করা হলেও ওয়াকিবহাল সূত্র হতে দাবী করা হয়েছে, দলের আইটি সেল থেকেই শুভেন্দু অধিকারীর নারদা সংক্রান্ত স্ট্রিং অপারেশনের ফুটেজ ইউটিউব থেকে মুছে দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, ইউটিউব থেকে মুছে ফেললেও, গেরুয়া শিবিরের ফেসবুক পেজে রয়েছে সমস্ত বিতর্কিত ভিডিওই। অন্তত সোমবার রাত ৮ টা পর্যন্ত সেখানে দেখা গিয়েছে ফুটেজগুলিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের তরফে একাধিক বার অভিযোগ করা হয়েছে, সিবিআই , ইডির ভয় দেখিয়ে অনেককে বদলানো হয়েছে দল। নারদা দুর্নীতিতে অভিযুক্ত বেশ কিছু নেতা বিজেপিতে যাওয়ার চেষ্টায় আছেন বলে কিছুদিন আগে অভিযোগ তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”যারা সারদা-নারদায় অভিযুক্ত, তারা নিজেদের সিবিআই থেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিচ্ছেন। এরা আগে থেকেই রেখেছিলেন কথা দিয়ে। ভোটের আগে দলবদলের প্রতিশ্রুতি দিয়ে সিবিআই এর হাত থেকে রক্ষা পেয়েছেন তারা।”

উল্লেখ্য, নারদা স্টিং অপারেশন কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একদা ঝড় বয়ে গিয়েছিল। ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের একাধিক পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। আদালতে এখনও নারদা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বিচারাধীন।

About Author