আগামীকাল শুক্রবার থেকে বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট। এদিন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে আগামীকাল থেকে কলকাতা হাইকোর্টের সমস্ত রকম কাজ বন্ধ থাকবে। হাইকোর্ট আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
এদিন বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ রূপে লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনা ভাইরাসের প্রকোপ ক্রমে বাড়ছে যার ফলে এদিন বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনে লক ডাউন চালু হবে। আর এরফলেই আগামীকাল শুক্রবার থেকে কলকাতা হাইকোর্ট জীবাণুমুক্ত করার কাজ চালু হবে। হাইকোর্টের তিনটি বিল্ডিংকে জীবাণুমুক্ত করার কাজ চলবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযার ফলে আগামী চারদিন সমস্ত রকম কাজ বন্ধ থাকবে হাইকোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর দেশ জুড়ে যে লক ডাউন ঘোষণা হয় তখনই বন্ধ রাখা হয় কলকাতা হাইকোর্ট। এবার ফের রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাইকোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।