Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাগরিকত্ব বিল নিয়ে ভুল বোঝাচ্ছে কংগ্রেস, এবার ৩ কোটি পরিবারের কাছে গিয়ে সঠিকটা বোঝাবে বিজেপি

সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে দেশের একের পর এক রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ বাকি দেশে পড়তে সময় লাগেনি। অসমের থেকে বিক্ষোভ পশ্চিমবঙ্গ, বিহার,…

Avatar

সংশোধিত নাগরিকত্ব বিল নিয়ে দেশের একের পর এক রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ বাকি দেশে পড়তে সময় লাগেনি। অসমের থেকে বিক্ষোভ পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে ছড়িয়েছে। এই অবস্থায় বিজেপি পরিকল্পনা করেছে আগামী দশ দিন তাদের কর্মীরা দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছাবে, নাগরিকত্ব বিল কি তা বোঝানোর জন্যে।

এছাড়াও তারা বিভিন্ন জায়গায় র‍্যালি করবে যাতে মানুষকে নাগরিকত্ব বিল নিয়ে ভালো করে বোঝানো যায়। বিজেপি প্রথম থেকেই অভিযোগ করে আসছে যে, কংগ্রেস সহ বিরোধী দলগুলো বার বার সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। এই এবার দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে যাওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : হেঁটে ফেরার মত অবস্থা থাকবে না, পার্টি অফিসে গেলে যেন স্ট্রেচার নিয়ে যায়, পড়ুয়াদের হুঙ্কার দিলীপ ঘোষের

বিজেপি সাধারণ সম্পাদক ভুপেন্দ্র যাদব বলেছেন, ‘আগামী দশ দিনের মধ্যে ২৫০ টিরও বেশি জায়গায় প্রেস কনফারেন্সের আয়োজন করবে দল। বিজেপি আগামী দশ দিনের মধ্যে তিন কোটি পরিবারের কাছে পৌঁছাবে। এছাড়া দেশ জুড়ে ১০০০ টি র‍্যালি করা হবে নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে সচেতন করার জন্যে।’

ভুপেন্দ্র যাদব আরও বলেন যে, ‘বিজেপি বিশ্বাস করে যে ভারতে বসবাসকারী সমস্ত সম্প্রদায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন এবং অন্যান্য সমস্ত সম্প্রদায়েরই মর্যাদার সাথে ভারতে বাস অধিকার রয়েছে।’ তিনি কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে সহিংসতায় সমর্থনের অভিযোগ করেছেন। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল, তাহলে বিক্ষোভ এভাবে ছড়াতো না। বিজেপির এই পরিকল্পনা এখন কতটা সফল হয় সেটাই দেখার।

About Author