Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোনওদিন পাকিস্তানে যাননি গুলাম নাবি আজাদ, মনে করেন নিজেকে ভাগ্যবান

নয়াদিল্লি: কংগ্রেস (Congress) নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) রাজ্যসভার (Rajya Sabha) কার্যকাল শেষ। মঙ্গলবার প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ সমস্ত দলের নেতা নেত্রীরা তাঁকে ভবিষ্যত জীবনের শুভেচ্ছা জানান।…

Avatar

নয়াদিল্লি: কংগ্রেস (Congress) নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) রাজ্যসভার (Rajya Sabha) কার্যকাল শেষ। মঙ্গলবার প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ সমস্ত দলের নেতা নেত্রীরা তাঁকে ভবিষ্যত জীবনের শুভেচ্ছা জানান। একইসঙ্গে বিদায়ী ভাষণে নিজের দীর্ঘ রাজনৈতিক বেশকিছু স্মৃতি রোমন্থন করেন গুলাম নবি। তিনি বলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং মৌলনা আজাদকে পড়ে তিনি দেশভক্তি শিখেছেন। ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীকে উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের জন্যই তিনি এই জায়গায় পৌঁছেছেন। পাশাপাশি কাশ্মীরের প্রসঙ্গও তোলেন তিনি। কাশ্মীরের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে সেই বিষয়টিও উঠে আসে তাঁর কথায়।

গুলাম নবি বলেন, “আমি কাশ্মীরের এসপি কলেজে পড়তাম। সেই সময় ১৪ অগাস্ট ও ১৫ অগাস্ট দুইই উদযাপন করা হত। ১৪ অগাস্ট উদযাপন উদযাপনকারী সংখ্যা বেশি ছিল। আমি ও আমার কিছু সঙ্গী ১৫ অগাস্ট উদযাপন করতাম এবং তেমন মানুষের সংখ্যা খুবই কম ছিল। কিন্তু তারপর এক সপ্তাহ আমরা কলেজ যেতাম না কারণ মারধর হত। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমি এই জায়গায় পৌঁছেছি।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কংগ্রেস নেতা বলেন, “আমি সেই সমস্ত সৌভাগ্যবান মানুষের মধ্যে একজন যে কোনওদিন পাকিস্তান যায়নি। কিন্তু যখন আমি ওখানকার পরিস্থিতি সম্পর্কে শুনি, তখন ভারতীয় মুসলমান হিসেবে আমার গর্ব হয়। বিশ্বের যদি কোনও মুসলমানের গর্ব হয় তো ভারতীয় মুলমানের হওয়া উচিত।”

আজাদ বলেন, “গত ৩০ – ৩৫ বছরে আফগানিস্থান থেকে ইরাক, মুসলিম দেশেগুলি নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে যাচ্ছিল। সেখানে কোনও হিন্দু বা খৃষ্টান ছিলেন না, তারা নিজেদের মধ্যেই লড়াইতে লিপ্ত ছিল।” তিনি আরও বলেন, “ইশ্বর করুন পাকিস্তানের সমাজের নেতিবাচক দিকগুলি যেন ভারতীয় মুসলমানদের মধ্যে কোনওদিন না আসে।”

About Author