অরূপ মাহাত: প্রতিটা নির্বাচনে টাকার জোরে অন্য দলগুলোর তুলনায় কয়েক যোজন এগিয়ে থাকে বিজেপি। গেরুয়া শিবিরের প্রতি এ অভিযোগ নতুন নয়। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোটে লড়ার সম্মীলিত খরচের পরিমাণ ছিল ৭১৪ কোটি টাকা, যখন কংগ্রেসের ভাঁড়ার থেকে খসেছিল ৫১৬ কোটি টাকা। তবে ২০১৯-এর নির্বাচনে তাদের খরচ বহুগুণ বাড়িয়েছে কংগ্রেস। রীতিমতো বিজেপিকে টেক্কা দেওয়ার মতো জায়গায় রয়েছে তারা।
গত লোকসভা নির্বাচন ও একই সঙ্গে হওয়া অন্ধ্রপ্রদেশ, অরুনাচলপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও সিকিমের বিধানসভা নির্বাচনে মিলিতভাবে প্রায় ৮২০ কোটি টাকার হিসেব নির্বাচন কমিশনের কাছে জমা করেছে কংগ্রেস। নির্বাচনে অতিরিক্ত অর্থ ব্যয় নিয়ে এতদিন বিজেপিকে কটাক্ষ করে আসা জাতীয় কংগ্রেসের খরচের বহর দেখে চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নতুন মানচিত্রে কোনো ভুল নেই, নেপালের দাবি উড়িয়ে জবাব ভারতীয় বিদেশমন্ত্রকের
তাদের মতে, নির্বাচনী খরচের দিক থেকে কোন অংশেই কম যায় না বিজেপি ও কংগ্রেস। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত নির্বাচনী খরচের হিসেব জমা করা হয়নি নির্বাচন কমিশনের দপ্তরে।