নয়ন ঘোষ : মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে আছে শিবসেনা। সেনা–এনসিপি জোট নিয়ে এখন জল্পনা তুঙ্গে। কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্র সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা কি হবে? তার ব্লুপ্রিন্ট তৈরি করতেই আজ বিকেল চারটের সময় বৈঠকে বসছে মহারাষ্ট্র কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। অন্যদিকে আজই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।যদিও এর আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে নিজের বাসভবনে বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছিলেন, তারা আদর্শগতভাবে বিরোধী শিবসেনা কে সমর্থন করবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসের ভূমিকা কী হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন : হায়দ্রাবাদে মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রেনের, আহতের সংখ্যা ১৩অন্যদিকে একটি বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আজ এনসিপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে পারে কংগ্রেস। ফলে সব মিলিয়ে এখন জাতীয় রাজনীতিতে মারাঠা মূলকের সরকারের ভবিষ্যৎ কি হয় সেদিকে নজর থাকছে সবার।