Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কুম্ভমেলায় বিপুল অর্থ খরচ করা নিয়ে কংগ্রেসের নিশানায় যোগী সরকার, পাল্টা জবাব বিজেপির

নয়াদিল্লি: এমনিতেই হাথরস কান্ডের পর থেকে  বেশ বেকায়দায় রয়েছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। আর এবার এমন সময় চিরাচরিত ঐতিহাসিক কুম্ভমেলা নিয়ে যোগী…

Avatar

নয়াদিল্লি: এমনিতেই হাথরস কান্ডের পর থেকে  বেশ বেকায়দায় রয়েছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বিরোধী মহলে। আর এবার এমন সময় চিরাচরিত ঐতিহাসিক কুম্ভমেলা নিয়ে যোগী সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা উদিত রাজ। আজ, বৃহস্পতিবার উদিত রাজ মন্তব্য করেন যে, ৪২০০ কোটি টাকা খরচ করে উত্তরপ্রদেশ সরকারের কুম্ভমেলার আয়োজন করা ঠিক নয়।

এ প্রসঙ্গে উদিত রাজ বলেন, ‘সরকারের নিজস্ব কোনও ধর্ম নেই। তাই রাজ্য সরকার কেন ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা খরচ করবে। উত্তরপ্রদেশ সরকার ৪২০০ কোটি টাকা খরচ করে কুম্ভমেলা করে। এটি ঠিক নয়।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কুম্ভমেলায় বিপুল অর্থ খরচ করা নিয়ে কংগ্রেসের নিশানায় যোগী সরকার, পাল্টা জবাব বিজেপির

তবে কংগ্রেস নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাত-পা গুটিয়ে বসে থাকেনি গেরুয়া শিবির। বরং পাল্টা দিয়েছে বিজেপি। উদিত রাজকে নিশানা করে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর পাল্টা বলেছেন, ‘কিছু লোক আছে যাদের কোনও সদিচ্চা বা উন্নয়ন করার কোনও ইচ্ছা নেই।  যখন কোনও একটি জায়গায় কয়েক কোটি মানুষ জড়ো হন, তখন সেই জায়গায় পরিকাঠামোগত উন্নয়ন করতেই হয় সরকারকে। সেটাই করা হয়েছে।’

আবার এ বিষয়ে যোগী সরকারের মন্ত্রী ব্রিজেশ পাঠক বলেন, ‘কুম্ভমেলা এখন আর শুধু দেশের ব্যাপার নয়। ওই মহামিলন অনুষ্ঠান এখন গোটা বিশ্বের ব্যাপার। এটা উত্তরপ্রদেশ সরকারের বিষয় আর নেই। ওই মেলায় লাখ লাখ মানুষ অংশ নেন।’ সুতরাং, সব মিলিয়ে উদিত রাজের মন্তব্যের পর কংগ্রেস-বিজেপি তরজা আরও একবার চরমে উঠেছে, এমনটা বলাই যায়।

About Author