Today Trending Newsদেশনিউজরাজ্য

LPG Price: মাসের প্রথম দিনেই দারুন সুবিধা, দাম কমলো LPG সিলিন্ডারের, এখন এত টাকা দিতে হবে

রান্নার গ্যাসের সাথেই বিমানের ফুয়েল এবং আরো কিছু জিনিসের দাম কমেছে

×
Advertisement

১ জুন, মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দামে বড় ধরনের কমতি দেখা গিয়েছে। ১ জুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি দিয়েছে তেল কোম্পানিগুলো। সরকারি তেল সংস্থাগুলি (ওএমসি) দ্বারা প্রকাশিত মূল্য অনুসারে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমেছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন ১৭৭৩ টাকা দিতে হবে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১৮৫৬.৫০ টাকা। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডার আগের মতো দামেই পাওয়া যাবে।

Advertisements
Advertisement

বিমান ভ্রমণ প্রভাবিত হতে পারে

Advertisements

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে স্বস্তি দেওয়ার পাশাপাশি জেট ফুয়েলের (এয়ার ফুয়েল) দামও কমিয়েছে তেল সংস্থাগুলি। দাম প্রায় ৬,৬০০ টাকা কমেছে। এর প্রভাব পড়তে পারে আগামী সময়ে বিমান ভ্রমণে। দাম কমবে বিমানের ভাড়ার।

Advertisements
Advertisement

সিলিন্ডারের দামে বিশাল পরিবর্তন

১ জুন থেকে নতুন দর কার্যকর হয়েছে। দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করেনি তেল কোম্পানিগুলো। এর জন্য রাজধানী দিল্লিতে আগের মতোই ১১০৩ টাকা দিতে হবে।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম দিল্লিতে ১৮৫৬.৫০ টাকা থেকে ১৭৭৩ টাকায় নেমে এসেছে। কলকাতায়, আগে ১৯৬০.৫০ টাকার বিপরীতে এখন ১৮৭৫.৫০ টাকা দিতে হবে।

ATF-এর দামে ব্যাপক হ্রাস

এলপিজি ছাড়াও তেল কোম্পানিগুলিও ATF-এর দাম ব্যাপকভাবে কমিয়েছে। এক কিলোলিটারের দাম কমেছে ৬৬০০ টাকা। দিল্লিতে ATF-এর দাম আগের ৯৫৯৩৫.৩৪ টাকা থেকে ৮৯,৩০৩.০৯ টাকায় নেমে এসেছে। কোলকাতায় রেট নেমে এসেছে ৯৫,৯৬৩.৯৫ টাকা প্রতি কিলোলিটারে। সব মিলিয়ে এই মাসে অনেক কিছুর দামই কমেছে।

Related Articles

Back to top button