জয়পুর: আচমকা হঠাৎ করে পুনরায় দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। যার জেরে মহারাষ্ট্রে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশের অন্যান্য রাজ্যগুলিতে হয়তো লকডাউন ঘোষণা করা এখনও পর্যন্ত হয়নি, কিন্তু তা বলে করোনা পরিস্থিতি সেইসব রাজ্যে একদম ঠিকঠাক, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। রাজ্যের করোনা চিত্রও মোটের ওপর খুব একটা ভাল নয়। এরই মধ্যে এখনও সন্ধান মেলেনি করোনা ভ্যাকসিনের। তবে খুব শিগগিরই মিলবে সবুজ সংকেত, শুরু হবে ভ্যাকসিনেকর গণবন্টন। এমনটাই আশার বাণী শুনিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজস্থান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ, মঙ্গলবার রাজ্যগুলির সঙ্গে করোনা সমীক্ষা বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বসেন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেছেন করোনা ভ্যাকসিন কবে বাজারে আসবে, তা বলা যাচ্ছে না। কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রাখে যেন রাজ্যগুলি, এমনটাই বার্তা দিয়েছেন তিনি। আর তার আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইতিমধ্যেই রাজস্থানের সমস্ত হাসপাতালে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে, ভ্যাকসিন এলেই তা যেন স্বাস্থ্যকর্মীদের মধ্যে আগে বন্টন করা হয়। এমনকি ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতি আগাম জানিয়ে রাখা হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজস্থানে এই মুহূর্তে করোনার চিত্র একেবারেই ভাল নয়। দ্রুতগতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বালির শহরে। আর তাই প্রধানমন্ত্রী করোনা নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসার আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।