লোকসভা নির্বাচনের কারণে সরগরম গোটা দেশ। গরমের সঙ্গে ভোট বাংলার তাপমাত্রা বাড়িয়েছে কয়েক গুন। এরই মধ্যে ফের বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় মাঝেমধ্যে উঠে আসে চাকরি বিষয়ক বিভিন্ন খবর। এখন এসএসসি সংকান্ত খবরের কথা রাজ্যের সকলেই জানেন। উচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন কয়েক হাজার শিক্ষক। আগামী দিনে তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে সে ব্যাপারে আপাতত নেই কোনো সদুত্তর। পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত রয়েছে। মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচাকরি নিয়ে মুখ্যমন্ত্রী এক বড় ঘোষণা করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী দিনে রাজ্যে এক লক্ষ কর্ম সংস্থান হতে পারে। কীভাবে সম্ভব এতো কর্মসংস্থান? সে কথাও জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের আউশগ্রাম থেকে এই ঘোষণা করেছেন তিনি।
বীরভূমের আউশগ্রামে এক সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। কথা বলছিলেন দেউচা পচামি সম্পর্কে। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমি নিজে এত এসি ব্যবহার করি না। আপনারা বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।’