Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mamata Banerjee: ভোটের আবহে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী, বাংলায় ১ লক্ষ চাকরি

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। হাইকোর্টের নির্দেশের পর প্রশ্নের মুখে পড়েছে বাংলার কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল।…

Avatar

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চলছে বিতর্ক। হাইকোর্টের নির্দেশের পর প্রশ্নের মুখে পড়েছে বাংলার কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দিয়েছেন নতুন চাকরির প্রতিশ্রুতি। বাংলায় আরও এক লক্ষ চাকরি হতে পারে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে চাকরি ও বেকারত্ব প্রসঙ্গে মাঝে মধ্যে সুর চড়িয়ে থাকেন রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীরা। বিরোধীদের সমালোচনা সরিয়ে নতুন চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কীভাবে হবে এই চাকরি? প্রতিশ্রুতি অনুযায়ী হাতে গোনা কয়েকটা চাকরি নয়, একেবারে এক লক্ষ চাকরি হওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বলেছেন তিনি?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বড় ঘোষণা করেছেন। তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী দিনে রাজ্যে এক লক্ষ কর্ম সংস্থান হতে পারে। কীভাবে সম্ভব এতো কর্মসংস্থান? সে কথাও জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের আউশগ্রাম থেকে এই ঘোষণা করেছেন তিনি।

CM Mamata Banerjee said about one lakh job

বীরভূমের আউশগ্রামে এক সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। কথা বলছিলেন দেউচা পচামি সম্পর্কে। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমি নিজে এত এসি ব্যবহার করি না। আপনারা বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।’

About Author